মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী হুজুর বাংলাদেশের একজন সুনামধন্য আলোচক বক্তা,খতিব। ইউটিউব,টিকটক, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ায় তার ব্যাপক পরিচয় রয়েছে। প্রায় ৪০টি জেলায় সরাসরি মাহফিলে প্রধান আলোচক হিসেবে ওয়াজ নসিয়ত করেছে। বাংলাদেশে তার অসংখ্য ভক্তবৃন্দ রয়েছে । বাংলাদেশের তিনটি সরকারি স্বনামধন্য প্রতিষ্ঠানের অন্যতম, উত্তরবঙ্গের সুনামধন্য বিদ্যাপীঠ, সরকারি মোস্তফাবিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম,HSC ফাযিল /ডিগ্রী ও কামিল/ মাস্টার্স ফাস্ট ক্লাস অর্জন করেন ।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি আজিজুল হক কলেজ থেকে আরবিতে বি. এ অনার্স ও আরবিতে এম.এ মাস্টার্স ফার্স্ট ক্লাস অর্জন করেন । বগুড়া জেলায় মুন্সীবাড়ীতে ১৯৯৫ ইং সালে ১লা জানুয়ারী জন্মগ্রহণ করেন। বর্তমানে খতিব পদে বগুড়া সদর বায়তুল হামদ জামে মসজিদে দায়িত্ব পালন করছেন। ইতি মধ্য তিনি বিভিন্ন একটিভিটির কারনে আলোচিত হয়েছেন । চাকুরী করব না চাকুরী দিব এই নীতিতে বিশ্বাসী। তাই অনলাইনে ব্যবসায়িক প্লাটফর্ম এ যোগদান। বেকারত্বের কর্মসংস্থান তৈরির জন্য ডিজিটাল ইসলামিক ইন্সুরেন্স প্রফেশন এ ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স এ কর্মরত আছেন । কোন ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া মাসিক ৩০-৪০ হাজার টাকা বেতনে অনেক বেকার তরুন / তরুণীর চাকুরী দিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে । ব্যবসায়িক মুনাফার জন্য শুধু নয়, সেবামূলক কাজে অংশ নেওয়ার জন্য ৫% টাকা ইয়াতিম খানায় দান করে থাকেন । আল্লাহ তায়ালা যদি রহম করেন, ব্যবসায়িক মুনাফা দিয়ে একটি মাদ্রাসা তৈরী করা হবে ইনশাআল্লাহ। আপনারা অন লাইনে munshibazar.com এ বাজার করে এই দ্বীনি উদ্দেশ্যে হাসিল করার অংশীদার হোন । হুজুরের ইউটিউব tiktok এবং সোশ্যাল মিডিয়ায় অংশগ্রহণ করার জন্য সরাসরি লিংকে ক্লিক করুন।

Follow Up